নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনে যশোর পিবিআইয়ের পুলিশ সুপার পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আহসান হাবিব ও মাদারীপুর সদর উপজেলার মৈশেরচর গ্রামের এজাজুল হকের মেয়ে খাদিজা বেগম।
পুলিশ জানিয়েছে, শার্শার সদর ইউনিয়নের সাবেক মেম্বর শরিফুল ইসলাম গত ২৮ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অফিসে একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনে বলা হয় শরিফুল ইসলামের ব্যবহৃত ০১৭১১২৭১৯৬২ নম্বরে ০১৩১৪৫৪৭৪৬৬ নম্বর থেকে ফোন করে যশোর পিবিআইয়ের পুলিশ সুপার পরিচয় দেয়া হয়।
এরপরে তার কাছে দুই রাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগটি এসআই ডিএম নুরজামালকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান মেলে মাদারীপুর জেলায়। ২৯ সেপ্টেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। আটকের পর জানা গেছে তারা স্বামী—স্ত্রী। দু’জনে যোগসাজসে প্রতারণার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন পুলিশ জানিয়েছে।
এদিনই শার্শা থানায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক আহসান হাবিব সাতক্ষীরা, ফরিদপুর ও মাদারীপুর জেলায় ডাকাতি, মানবপাচার ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি। একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেও পুলিশ জানিয়েছে।