১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
পুলিশের ভূমিকায় যে বিবৃতি দিলো রাইটস যশোর

মানবাধিকার সংগঠন রাইটস যশোর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর যশোর শহরসহ জেলাব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বেশ কিছু ঘটনা মানুষকে গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে। বিশেষ করে কয়েকটি হত্যাকান্ড এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় মানুষের মধ্যে গভীরভাবে রেখাপাত করে। এমন একটি পরিস্থিতিতে সবাই যখন আইনশৃঙ্খলার অবনতির আশংকার মধ্যে রয়েছে তখন যশোর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি গৃহীত কয়েকটি পদক্ষেপে পরিস্থিতির উন্নয়নের প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে।

এমনই পরিস্থিতিতে যশোর শহরের চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং দাগী অপরাধীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা ও তার বাস্তবায়নে অব্যাহত অভিযান মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে। পুলিশ প্রশাসনের এই ভূমিকা শুধু জেলা সদরেই দেখা যাচ্ছে না, জেলার অন্যান্য পুলিশ স্টেশনগুলোতেও দেখা যাচ্ছে।

সংবাদপত্রের মাধ্যমে রাইটস যশোর জানতে পেরেছে যশোরের পুলিশ সুপারের পক্ষ থেকে প্রতিটি থানায় একই ভূমিকা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নেও জেলার পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও দেখা যাচ্ছে। যারা সমাজবিরোধী হিসেবে জেলাব্যাপী চিহ্নিত রাজনৈতিক আশ্রয় ও প্রশ্রয় পাওয়া সেইসব অপরাধীদের আস্তানায় পুলিশের একের পর এক অভিযানে গত কয়েকদিন যশোর শহরের পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় উন্নীত হয়েছে বলেও দৃশ্যমান হয়েছে।

রাইটস যশোর মনে করে জেলার প্রধান হিসেবে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানকে যশোরবাসী ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং সাধুবাদ জানাচ্ছে। এমন সময় একটি রাজনৈতিক মহল অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ কর্মকর্তাদেরকে যশোর থেকে বদলি করতে যে সুপারিশ করছেন তা গ্রহণযোগ্য না। এটা সন্ত্রাস ও নৈরাজ্যকে আশ্রয় ও প্রশ্রয় দেয়ার সামিল বলেই মনে করে রাইটস যশোর। যারা বুঝে বা না বুঝে এই ন্যাক্কারজনক কাজ করছেন তাদেরকে নিবৃত হয়ে পুলিশের সাথে সহযোগিতার হাত প্রসারিত করা উচিৎ বলেও মনে করে রাইটস যশোর। — সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram