সমাজের কথা ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশ দলের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। তবে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয়ের পর খেই হারিয়ে ফেলা; শুরুর ছন্দটা ধরে রাখতে পারেননি সাকিবরা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে বেশ বড়সড় একটা ধাক্কাই খেয়েছেন তারা। পুনেতে আজ ভারত-পরীক্ষা। স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়কে পাখির চোখ করেই মাঠে নামবে বাংলাদেশ দল।
এক সময় ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বারুদের গন্ধ ছড়াত! ক্রিকেটপ্রেমীদের আগ্রহের পারদ থাকত তুঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে এখন তা অনেকটাই রং হারিয়েছে। বরং বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেলেই যেন টাইগারদের জয়ের ক্ষুধাটা আরও বেড়ে যায়। তাই বিশ^কাপে টানা দুই ম্যাচ হারলেও পুনেতে ভারতের বিপক্ষে জয়ের আশা ছাড়ছে না বাংলাদেশ। এ ম্যাচের আগে টাইগারদের বেশ প্রাণবন্ত দেখা গেছে। নির্ভার থেকেই তারা মাঠে নামতে চান। চোটের কারণে সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে উন্মুখ হয়ে আছেন মুশফিক, মোস্তাফিজরা। আর তাদের অনুপ্রেরণা ২০২৩ এশিয়া কাপ। গত ১৫ সেপ্টেম্বর কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ৬ রানে পাওয়া জয়টাই বাংলাদেশের খেলোয়াড়দের আশার পালে ভেলা ভাসাতে সাহায্য করছে। পুনেতে আজ কি কলম্বো ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন টাইগাররা?
দেশের মাটিতে বিশ^কাপ। ক্রিকেটবোদ্ধাদের অনেকেই বলছেন, এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ভারত। রোহিত শর্মার দল টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে আছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তান- টানা তিন ম্যাচেই জয় পেয়েছেন স্বাগতিকরা। বাংলাদেশের জন্য পুনেতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। পরিসংখ্যানও ভারতের পক্ষেই কথা বলছে। ওয়ানডে বিশ^কাপে দুদলের চার সাক্ষাতে ৩ হারের বিপরীতে বাংলাদেশের জয় একটি। সে জয়টি এসেছিল ২০০৭ বিশ্বকাপে। এ ছাড়া ওয়ানডে ক্রিকেটে ৪০ বার মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় ৮; ভারতের জয় ৩১টি। তবে সবশেষ চার ম্যাচের তিনটিতেই জয়ী বাংলাদেশ। এর মধ্যে গত বছর তিন ম্যাচের সিরিজ ২-১ ও এশিয়া কাপের ম্যাচে পাওয়া জয়ের স্মৃতিটা তো একদম টাটকা।
চেন্নাই থেকে পুনেতে পৌঁছানোর পর থেকেই খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ভারত ম্যাচের আগে দুদিন তারা অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছেন। তবে দলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা সাকিবের ঊরুতে পাওয়া চোট। নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় দৌড়ে রান নিতে গিয়ে ঊরুতে চোট পান তিনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ম্যাচে সাকিবকে খেলানো হবে কিনা, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তবে দলের সঙ্গে অনুশীলন করেছেন সাকিব। এ ছাড়া লিটন দাসের কারণেও দলে কিছুটা অস্বস্তি রয়েছে। পুনেতে গত রবিবার টিম হোটেলে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন বাংলাদেশি সাংবাদিকরা। লিটন নিরাপত্তারক্ষীদের দিয়ে সংবাদকর্মীদের হোটেল থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত সোমবার দুঃখ প্রকাশ করেছেন তিনি। তারপরও গণমাধ্যম ও ক্রিকেটার মুখোমুখি অবস্থানে দাঁড় হওয়ায় দলের ভেতর একটা অস্বস্তির খচখচানি থেকেই যাচ্ছে।
অবশ্য মাঠের বাইরের বিষয় নিয়ে খুব বেশি ভাবার সুযোগ নেই টাইগারদের। এবারের বিশ^কাপে বাংলাদেশ দলের স্বপ্ন সেমিফাইনাল! সে স্বপ্নকে জিইয়ে রাখতে হলে ভারত ম্যাচে জয় পাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেদিকেই লিটন, মুশফিক, মোস্তাফিজরা পূর্ণ মনোযোগ দেবেন বলেই প্রত্যাশা টাইগারপ্রেমীদের।