১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
পিস হাসপাতালকে জরিমানা প্রিন্স ও ওয়াসিমকে সতকীর্করণ
93 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার অভিযানের প্রথম দিনে যশোর শহরের এক প্রতিষ্ঠানকে জরিমানা ও দুটিকে সতর্ক করা হয়েছে।

এদিন সকালে স্বাস্থ্যবিভাগ ও ভ্রাম্যমান আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল কুমার চাকমা।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অনুমোদনহীন প্রতিষ্ঠান মুজিব সড়কের পিস হাসপাতালে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল কুমার চাকমা ওই প্রতিষ্ঠানের মালিক ডাক্তার মসলেম উদ্দীনকে ১ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, সকাল ১১ টায় যশোর জেনারেল হাসপাতালের সামনে প্রিন্স হসপিটাল, ওয়াসিম ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার নামে দু’প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার অনুপম দাস, অফিস সহকারী বিএম আখতারুজ্জামানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram