নিজস্ব প্রতিবেদক : নিয়ম বহির্ভূতভাবে একটি হত্যা মামলায় আইনজীবী নিয়োগের ঘটনায় যশোর জেলা জজ আদালতের পিপি এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইদ্রিস আলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে নোটিশ হাতে পাওয়ার তিনদিনের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোত্তর্জা ছোট।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবীর হোসেন জনি একটি হত্যা মামলার নিযুক্ত আইনজীবী ছিলেন। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে সরকারি কৌশলী হয়ে ক্ষমতার অপব্যবহার করে ও প্রভাব খাটিয়ে মামলাটির সার্টিফাইড কপি সংগ্রহ করেন ইদ্রিস আলী। এরপরে ইদ্রিস আলীর পছন্দের আইনজীবী নিয়োগ দিয়ে হাইকোর্ট থেকে এক আসামির জামিন করানো হয়।
কিন্তু নিয়োগকৃত আইনজীবী জনির অনুমতি না নিয়ে ওই মামলার সার্টিফাইড কপি তোলা এবং নিজের পছন্দের আইনজীবী নিয়োগ দেয়ায় সৈয়দ কবীর হোসেন জনি গত ১২ সেপ্টেম্বর আইনজীবী সমিতির সভাপতি/সম্পাদক বরাবর লিখিতভাবে আবেদন করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সমিতি পিপি ইদ্রিস আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে কারণ দর্শানোর জবাব প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে বলা হয়েছে।
এই ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোত্তর্জা ছোট জানিয়েছেন, সমিতির পক্ষ থেকে রোববার ইদ্রিস আলীর হাতে কারণ দর্শাণোর নোটিশ দেয়া হয়েছে।