পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় শাকদাহ গ্রামের ব্যক্তি মালিকানার জমি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ও তার দোসরদের অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও ঝাঁটা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে শাকদাহ গ্রামবাসী মানববন্ধনটি আয়োজন করে। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনের সময় ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে ঝাঁটা হাতে নারীরা মিছিল করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন ওয়ার্কাস পার্টি সভাপতি সেলিম সরদার, উপজেলা কৃষকলীগের সাংগনিক সম্পাদক মেহেদি হাসান, ব্যবসায়ী আব্দুর রব পলাশ, ভূমিহীন নেতা আদিত্য মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউল আলম সুমন, ব্যবসায়ী সিরাজুল সরদার, জমির মালিক মিজানুর রহমান, আনিছুর জামান আনিচ, জেলা কৃষকলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ।
এসময় বক্তরা বলেন, চেয়ারম্যান আব্দুল হাই ক্ষমতায় আসার পরে সরকারী উন্নয়ন প্রকল্পের টাকা লুটপাট করে খাচ্ছেন। গোটা ইউনিয়ন পরিষদটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। সম্প্রতি শাকদাহ এলাকায় একটি জমির উপর কু- নজর পড়েছে চেয়ারম্যান ও তার দোসরদের। চেয়ারম্যান একটি ভূয়া ভূমিহীনগোষ্ঠির সাইনবোর্ডকে ব্যাবহার করে গোপনে মোটাঅংকের টাকার বিনিময়ে জমিটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জমির বিষয়ে সাতক্ষীরা জজ আদালতে মামলা চলমান রয়েছে। বক্তারা আরও বলেন, গত বুধবার চেয়ারম্যানের দোসর বাসুদেব জমি দখল করতে গিয়ে গ্রামবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন।
এ বিষয়ে সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, তাকে হেয় প্রতিপন্ন করার জন্যে এসবগুলো করা হচ্ছে।