সমাজের কথা ডেস্ক : পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং আফগান সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তালেবানের দুই কমান্ডারসহ আট আফগান সৈন্য নিহত হয়েছে এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে পাক-আফগান সীমান্তের পালোসিন এলাকায় আফগান সৈন্যরা ভারী অস্ত্র নিয়ে পাকিস্তানি চেকপোস্টে হামলা চালায়।
এক সূত্রের বরাতে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ডন।
সুত্রটি ডনকে জানায়, সংঘর্ষে আফগান সৈন্যদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানি বাহিনীর পাল্টা গুলিবর্ষণে আট আফগান সৈন্য নিহত হয়েছে এবং অন্য ১৬ জন আহত হয়েছে। সুত্রটি বলছে, খলিল এবং জান মুহাম্মদ নামে দুই মূল কমান্ডারও নিহত হয়েছেন।
তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্যা ডন।
আফগান সেনা এই প্রথম পাকিস্তানী সীমান্ত সেনাদের ওপর হামলা চালাল এমন নয়। এর আগেও বহুবার দুই দেশের সীমান্তে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে আফগানিস্তান ও পাকিস্তান সরকারের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এমনকি সীমান্ত উত্তেজনার কারণে গত সপ্তাহে দুই দেশের বাণিজ্য স্থগিত ছিল।
পাকিস্তান সরকারের অভিযোগ, তালেবানরা পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে প্রকাশ্যে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীকেও আক্রমণ করছে তাঁরা।
ডন জানায়, গত রোববারেও সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।