সমাজের কথা ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রাক ও বাস থেকে আরোহীদের নামিয়ে তাদের পরিচয় যাচাই করার পর অন্তত ২৩ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ব্যক্তিরা। সোমবার ভোরে প্রদেশটির মুসাখাইল জেলায় এ ঘটনা ঘটেছে। খবর ডনের।
মুসাখাইল জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা নাজিবুল্লাহ কাকার বলেন, সশস্ত্র ব্যক্তিরা বেলুচিস্তানের সঙ্গে পাঞ্জাবকে সংযোগকারী মহাসড়কে বেশ কয়েকটি বাস, ট্রাক এবং ভ্যান থেকে থামিয়ে অন্তত ২৩ জনকে হত্যা করেছে। নিহতরা সবাই পাঞ্জাব থেকে এসেছিলেন বলে জানা গেছে। তবে তাদের মধ্যে তিনজন বেলুচ ও বাকিরা পাঞ্জাবি। ওই সশস্ত্র ব্যক্তিরা ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
কাকার বলেন, ৩০ থেকে ৪০ জন সশস্ত্র ব্যক্তি এ হামলায় অংশ নিয়েছে। তারা মোট ২২টি যানবাহন পরীক্ষা করেছে। মূলত পাঞ্জাব থেকে আসা এবং পাঞ্জাবগামী যানবাহনে তারা তল্লাশি চালিয়েছে এবং পাঞ্জাব থেকে আসা লোকজনকে বেছে বেছে গুলি করেছে।
প্রায় চার মাস আগে বেলুচিস্তানে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। ওই সময়ও পাঞ্জাবের লোকজনকেই লক্ষ্য করা হয়েছিল। এপ্রিলে বেলুচিস্তানের নোশকি জেলায় বন্দুকধারীরা একটি বাস থেকে যাত্রীদের নামিয়ে পরিচয়পত্র পরীক্ষা করার পর নয়জনকে গুলি করে হত্যা করেছিল।