সমাজের কথা ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা রেলস্টেশনে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। এর আগে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ট্রেন স্টেশনে আসার ঠিক আগ মূহূর্তে রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণটি ঘটে। স্টেশনে মানুষের ভিড় থাকার কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় জাফর এক্সপ্রেস পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার আগ মূহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে। অপরদিকে পুলিশ ও উদ্ধারকর্মীরা বিস্ফোরণস্থলে পৌঁছানোর পর কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। ডাকা হয় অতিরিক্ত চিকিৎসক ও সহায়ক কর্মীদের। এ সময় জনগণকে রক্তদানের আহ্বানও জানানো হয়।
কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, বোমা বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে।
কোয়েটার পুলিশ কমিশনার হামজা শাফকাত বলেন, বিস্ফোরণটি আত্মঘাতী প্রকৃতির ছিল। আত্মঘাতী হামলাকারী লাগেজ নিয়ে স্টেশনে প্রবেশ করেছিলেন। হামলায় নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (এলইএ) সদস্যরা রয়েছেন যার জন্য একটি নিষিদ্ধ সংগঠন দায় স্বীকার করেছে। #