অনলাইন ডেস্ক : পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে রাস্তার পাশে দুই গোয়েন্দা সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার পুলিশ অফিসার মুর্তজা ভাট্টি জানান, মঙ্গলবারের ঘটনার সময় ওই দুই কর্মকর্তা তাদের গাড়ি পার্ক করছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি তালেবান এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সদস্যদের গ্রেফতারের জন্য এই দুই গোয়েন্দা সদস্য পরিচিতি ছিলেন। দেশটিতে বন্দুক এবং বোমা হামলাসহ জটিল মামলা তদন্ত ও সমাধানে ওই দুই কর্মকর্তা নিজেদের দক্ষতার জন্যও পরিচিত ছিলেন।
সরকারি কর্মকর্তারা বলেছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন ইউনিটের পরিচালক ছিলেন। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ওই সংগঠনটি কিস্তানি তালেবান নামেও পরিচিত।