ক্রীড়া ডেস্ক : তিন সেঞ্চুরিতে পাকিস্তান ৫৫৬ রানের বড় সংগ্রহ করে থেমেছে। মুলতান টেস্টে স্বাগতিক রানপাহাড়ের চাপে পিষ্ট হওয়ার লক্ষণ দেখা যায়নি ইংল্যান্ডের মাঝে। দ্বিতীয় ওভারেই অধিনায়ক ওলি পোপ বিদায় নিয়েছেন, তবে জ্যাক ক্রলি ও জো রুট রান রেট প্রায় পাঁচের কাছাকাছি নিলে পাকিস্তানকে শক্ত জবাব দিয়ে মঙ্গলবারের খেলা শেষ করেছে সফরকারীরা। ২০ ওভার খেলে ১ উইকেটে তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে ৯৬ রান।
দ্বিতীয় দিনে পাকিস্তান খেলতে নামে ৪ উইকেটে ৩২৮ রানে। নাসিম শাহ ও সৌদ শাকিলের ৪ রানের অবিচ্ছিন্ন জুটি ভেঙেছে আরও ৬০ রান তুলে। নাসিমকে ৩৩ রানে আউট করে ৬৪ রানের জুটি ভেঙে দেন ব্রাইডন কার্স। অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ১২ বল খেলে ডাক মারেন।
এরপর শাকিল ও সালমান আগার ৫৭ রানের জুটিতে প্রতিরোধ। ১৭৭ বলে ৮ চারে ৮২ রান করে শোয়েব বশিরের শিকার হন শাকিল। আমির জামালকে (৭) কার্স দ্বিতীয় শিকার বানানোর পর শাহীন শাহ আফ্রিদি ও সালমানের ব্যাটে অবস্থান আরও শক্ত করে স্বাগতিকরা। তাদের জুটি ছিল ৮৫ রানের। শাহীন ২৬ রানে জ্যাক লিচের কাছে বোল্ড হন।
আবরার আহমেদের (৩) কাছ থেকে উপযুক্ত সঙ্গ পাননি সালমান। ১১৯ বলে ১০ চার ও ৩ ছয়ে ১০৪ রানে অপরাজিত থেকে পাকিস্তানের শেষ উইকেট পড়তে দেখেছেন তিনি।
ইংল্যান্ডের পক্ষে লিচ সর্বোচ্চ তিন উইকেট নেন। অভিষেকে কার্স পান দুটি উইকেট, সমান সংখ্যক উইকেট নেন গাস অ্যাটকিনসন।
আঙুলে চোট পাওয়া বেন ডাকেট ওপেনিংয়ে নামেননি। পোপ ব্যাটিং পজিশনে এগিয়ে ক্রলির সঙ্গে ওপেনিং জুটি গড়েন। মাত্র ২ বল খেলে তাকে বিদায় করেন নাসিম। বাকি সময়ে ক্রলি ও রুট সামলে গেছেন। দিনের শেষ ১০ ওভারে তারা ৫.৩০ রান রেটে ৫৩ রান তোলেন। ৯২ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে বুধবার মাঠে নামবেন তারা। রুট ৫৪ বলে ৩২ রান করেছেন। বেশি আক্রমণাত্মক ছিলেন ক্রলি। ১১ চারে ৬৪ বলে ৬৪ রানে দিনের খেলা শেষ করেছেন এই ওপেনার।