সমাজের কথা ডেস্ক : জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। আজ ২১ সেপ্টেম্বর এ তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল—জাজিরা এ খবর দিয়েছে।
ইসিপি জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে চলতি বছরের নভেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল। শেষমেশ আরও পিছিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো।
ইসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে এবং ৩০ নভেম্বরে তা প্রকাশ করা হবে। ৫৪ দিনের নির্বাচনের তফসিল শেষ হওয়ার পরে জানুয়ারির শেষ দিকে জাতি ভোট দেবে।
এর আগে ইসিপি জানায়, নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনার জন্য আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর একদিন পরেই নির্বাচনের তারিখ জানালো ইসিপি।
নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তারা ব্যাপক চাপের মধ্যে ছিলেন। তবে শেষমেশ তারা চূড়ান্ত তারিখ জানালো।