সমাজের কথা ডেস্ক : এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে ফাইনাল স্বপ্নে ভেস্তে গিয়েছিল বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী অর্থাৎ, ব্রোঞ্জ পদক জয়ের জন্য খেলতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেখানে তাদের ৬ উইকেটে উড়িয়ে পদক জিতে নিল বাংলাদেশ।
চীনের হাংজুতে আজ শনিবার সকালের এই ম্যাচে ভালোই বাগড়া দেয় বৃষ্টি। পাকস্তান খেলতে পারে মাত্র ৫ ওভার। যেখান থেকে ১ উইকেট হারিয়ে ৪৮ রান করে তারা। দলটির হয়ে ওপেনার মির্জা বেগ সর্বোচ্চ ৩২ (১৮ বলে) রান করেন।
বাংলাদেশের হয়ে দারুণ বল করেন স্পিনার রাকিবুল হাসান। ২ ওভারে মাত্র ১২ রান খরচার ১ উইকেট তুলে নেন তিনি।
ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৬৫ রানে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় দ্বিতীয় বলের পর তৃতীয় বলে ফেরেন সাইফ হাসানও। তবে ওপেন করতে নেমে চালিয়ে খেলতে থাকেন আফিফ হোসেন। আরেক পাশে ইয়াসির ছিলেন আরও আগ্রাসী।
চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ৪৫ রানের মাথায় ফেরেন আফিফ। ১১ বলে ৩টি চার ও ১ ছক্কায় ২০ রান করেন তিনি। শেষ ওভারে ম্যাচ জমে ওঠে। ২০ রান দরকার হওয়া ম্যাচে শুরুর ৪ বলেই ১৬ রান তুলে নেন ইয়াসির। তবে পঞ্চম বলে আউট হয়ে যান তিনি। শেষ বলে ৪ রান দরকার হওয়া ম্যাচে নায়ক বনে যান রাকিবুল হাসান।