সমাজের কথা ডেস্ক : ঢাকার সাভারে পাওনা টাকার জন্য রবিউল ইসলাম নামের এক রিকশাচালককে কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন করেছে মামুন মিয়া নামের এক ভাঙ্গাড়ি ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ ওই রিকশাচালককে উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যবসায়ী টের পেয়ে আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল স্ত্রী-সন্তানদের নিয়ে বাস করেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়ায়। তবে তিনি রাজধানীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। একসময় তিনি রিকশায় করে ভরালি এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী মামুনের মালামাল আনা-নেওয়া করতেন। ওই সময় তার কাছ থেকে রবিউল ৮০০ টাকা ধার নিয়েছিলেন, যা পরিশোধ না করেই রাজধানীতে চলে যান। সেই টাকার জন্যই রবিউলকে ধরে মামুন কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন।
রবিউল বলেন, আমি সকালের দিকে তেঁতুলঝোড়ার কাঁঠালতলা এলাকা দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় আমাকে দেখতে পেয়ে মামুন আমাকে ভরালিতে তার দোকানে নিয়ে যান। এরপর মারধর করে আমাকে কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন।
সাভারের চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) রাসেল মোলা বলেন, ব্যবসায়ী মামুন গা-ঢাকা দেওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।