২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
পাইকগাছায় সড়কের জায়গা দখল
পাইকগাছায় শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কেরজায়গা দখলকারীরা বহাল তবিয়তে
312 বার পঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌর সদরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কের দুই পাশের কোটি কোটি টাকা মূল্যের সরকারি জায়গা জবর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন কতিপয় ব্যক্তি।

গত প্রায় দেড় যুগ সরকারি এ সম্পদ বেদখল রয়েছে। ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলকারীদের এলজিইডি থেকে বারবার নোটিশ প্রদান করা হলেও বহাল তবিয়তে রয়েছেন অবৈধ দখলকারীরা। সর্বশেষ গত ১২ জুলাই এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য নোটিশ প্রদান করা হয়। ১৯ জুলাই বুধবার নির্ধারিত সময় শেষ হলেও কোন ব্যক্তিকে স্থাপনা অপসারণ করতে দেখা যায়নি।


উল্লেখ্য, উপজেলা সদরের সাথে সোলাদানা ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে উপজেলা সদরের প্রাণ কেন্দ্রেই শিবসা নদীর উপর শিবসা ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি থেকে ২০০৫ সালের দিকে এ্যাপ্রোস সড়ক নির্মাণের জন্য বাতিখালী মৌজায় ভূমি অধিগ্রহণ করা হয়। সড়ক নির্মাণের পর সড়কের দুই পাশে ৩০/৪০ ফুট করে অধিগ্রহণকৃত সরকারি জায়গা রয়ে যায়। এ জায়গা পর্যায়ক্রমে এলাকার কতিপয় ব্যক্তি অবৈধ স্থাপনা গড়ে তোলে। অনেকেই বাড়ি ঘর তৈরী করে বসবাস করছেন। অনেকেই আবার দোকান পাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন।


এলজিইডি’র তথ্য অনুযায়ী, সরকারি এ সম্পদ উদ্ধারে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে আসছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এ পর্যন্ত দখলকারীদের অবৈধ স্থাপনা অপসারণের জন্য ৪ বার নোটিশ প্রদান করা হয়েছে। প্রথম নোটিশ প্রদান করা হয় ৮/১২/২০২১ এরপর ১৪/০৬/২০২২, তারপর ১১/০৫/২০২৩, সর্বশেষ নোটিশ প্রদান করা হয় ১২/০৭/২০২৩ তারিখ। ১২ জুলাই যাদের নোটিশ প্রদান করা হয়েছে তারা হলেন, নয়ন কুমার দাশ, অ্যাড. মনিরুল ইসলাম, আজিজুর রহমান সানা, মাও. আব্দুল কাদের, ইনজিল গাজী, দাউদ মিস্ত্রী, বদরুল আলম, রেক্সোনা পারভীন, মেহেদী হাসান, রেমা আক্তার, আব্দুল্লাহ ও লুৎফর সানা।


নোটিশে ১৯ জুলাইয়ের মধ্যে অধিগ্রহণকৃত জামির উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য বলা হয়। নির্ধারিত সময় শেষ হলেও কাউকে স্থাপনা অপসারণ করতে দেখা যায়নি। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, যারা আমাদের অধিগ্রহণকৃত জমির উপর অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদেরকে আমরা চার বার নোটিশ প্রদান করেছি। সর্বশেষ নোটিশের নির্ধারিত সময়ও ইতোমধ্যে শেষ হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলজিইডি’র এ কর্মকর্তা জানান।


উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, অধিগ্রহণকৃত জায়গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। এখানে সরাসরি আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নাই। এ জন্য এ ব্যাপারে এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষকেই পরবর্তী ব্যবস্থা নিতে হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram