পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার ধামরাইল উত্তরপাড়া মসজিদের ছাদ থেকে পুলিশ অস্ত্র, বোমা, গুলি ও জিহাদি বই উদ্ধার করেছে । আজ বুধবার ভোর ৫টার দিকে ঐ মসজিদের দোতলার ছাদ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ২টি দেশীয় পাইপগান, ৮টি হাত বোমা, ২ রাউন্ড কার্টুজ ও ৩৮টি জিহাদী বই।
পাইকগাড়া থানার ওসি জিয়াউর রহমান জানান, ‘ তারা গোপনে জানতে পারেন মসজিদের ছাদে বস্তাবন্ধী অবস্থায় অস্ত্র শস্ত্র আছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মসজিদের ছাদ থেকে বস্তাবন্ধী অবস্থায় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।’ তবে এগুলো কারা রেখেছে এবং কেন রেখেছে তা উদঘাটনে কাজ চলছে। জড়িতরা চিহ্নিত হলে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’