আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা : তৃতীয় দিনেই জমে উঠেছে পাইকগাছার অমর একুশের বই মেলা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩ দিন ব্যাপি এ বই মেলার আয়োজন করেছে পৌরসভা ও অরণ্য পাইকগাছা নামে একটি সামাজিক সংগঠন।
গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। পৌরসভা মাঠেই প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যšত্ম চলছে এ বই মেলা। মেলায় ১৫টির মত স্টল স্থান পেয়েছে। বইয়ের পাশাপাশি পোশাক, ইলেকট্রিক সামগ্রী, খেলাধুলা সামগ্রী, বেত শিল্পের পণ্য, রকমারী ফুল ও খাবার সহ বিভিন্ন প্রশাধনী এবং পণ্য মেলায় পাওয়া যাচ্ছে।
শনিবার ছিল মেলার তৃতীয় দিন। ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভিড় মেলায় প্রলড়্গতি হয়। অনেকেই আসছেন বই কিনতে, অনেকেই কিনছেন নানা ধরণের পণ্য। অনেকেই আবার মেলা দেখতে আসছেন। মেলায় আসা ৪র্থ শ্রেণির শিড়্গার্থী আবু সাঈদ গাজী জানায়, মেলা থেকে সে শিশুতোষ বই কিনেছে। নিজের এবং নিজের পরিবারের জন্য বই কিনতে মেলায় এসেছেন বলে জানান দর্শনার্থী উম্মে হানী লাকি।
মেলা থেকে ধর্মীয় বই কিনেছেন বলে জানান মনি বালা দত্ত। শিশুতোষ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বেশি বিক্রি হচ্ছে বলে জানান রাজু বুক হাউজ এর রাজু আহম্মেদ। স্থানীয় লেখক ও শিব্সা সাহিত্য অঙ্গন এবং সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি’র “স্বাধীনতার স্বপ্নদ্রষ্ঠা” ও “জীবনের পাতা থেকে” লেখা দুটি বই মেলায় স্থান পেয়েছে।
মেলায় আশা দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বলে আয়োজক কমিটির সদস্য প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু জানান। ছেলে মেয়েদের ফেসবুক ও মাদকের কুফল থেকে বের করে আনার জন্য এ ধরণের বই মেলার আয়োজন গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।