পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা যুবলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর এলাকায় কৃষকের ধান কাটা কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমিরপুর গ্রামের অসুস্থ কৃষক আশীষ কুমার মন্ডলের ক্ষেতের ধান কেটে দেন। যুবলীগের কেন্দ্রীয় এ কর্মসূচির আওতায় জেলা যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় অন্যান্য নেতাকর্মীরা স্বেচ্ছায় অংশ নেন। আনুষ্ঠানিকভাবে ধান কাটার আগে ইউনিয়ন যুবলীগনেতা তরিকুল ইসলাম সানার সভাপতিত্বে ও যুবলীগনেতা এমএম আজিজুল হাকিমের সঞ্চালনায় ধানকাটা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী যুবলীগের নেতাকর্মীরা দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। শুধু ধান কাটা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যে কোন মানবিক প্রয়োজনে মানুষের পাশে থাকবে যুবলীগের নেতাকর্মীরা।
ধান কাটা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা আরশাদ আলী , এসএম রেজাউল হক, এসএম শাহবুদ্দীন শাহীন, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিয়ার রহমান ওমান, মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম শাওন, জেলা যুবলীগনেতা হাসানুজ্জামান, আমিরুল ইসলাম বাবু, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, প্রণব কান্তি মন্ডল, আকরামুল ইসলাম, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, ইউপি সদস্য ফাতেমা তুজ জোহরা রূপা প্রমুখ।