সমাজের কথা ডেস্ক : সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
মঙ্গলবারের (১৩ আগস্ট) মধ্যে এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। এছাড়া পলকের ছেলে অনির্বাণ জুনাইদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্ট শাখা বিএফআইইউ। এছাড়া একই দিনে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম, ছেলে শাম্মাম জুনাইদ ইফতির ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ। তফসিলি ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট এই স্থগিতের আওতায় থাকবে।