সমাজের কথা ডেস্ক : টালিউডে জিতের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। সব ধরনের ছবিতে অভিনয় করলেও এখনো বাণিজ্যিক ছবির ধারা বজায় রেখেছেন এই নায়ক। বলা চলে, পারিবারেও কোনে ঝামেলা নেই তার। এরই মধ্যে আরও একটি সুখবর দিলেন জিৎ। তাহলো— দ্বিতীয়বার বাবা হচ্ছেন তিনি। নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এই সুখবর সবাইকে জানালেন জিৎ নিজেই।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী মোহনা রতলানি এবং মেয়ে নবন্যাকে নিয়ে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। তিনজনেই পরেছেন একই রঙের পোশাক। মা—মেয়েতে আবার মিলিয়ে পরেছেন সুন্দর ফ্রিল দেওয়া গাউন। তবে নেটিজেনদের নজর আটকে গেছে মোহনার দিকে। অর্থাৎ তার বেবি বাম্পের দিকে! পোশাকের উপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বেবি বাম্প। স্ত্রী এবং মেয়েকে দু হাতে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন জিৎ। মুখে হাসি উপচে পড়ছে তার।
পরের ছবিগুলোতে বাবা আর মেয়ে মিলে হাত দিয়ে আলতো করে স্পর্শ করে রয়েছেন মোহনার বেবি বাম্প। জিৎপত্নির একার একটি ছবিও রয়েছে।
পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আপনাদের সবার সঙ্গে এই সুখবরটা ভাগ করে নিতে পারে অত্যন্ত আনন্দ হচ্ছে যে আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে খুব শিগগিরই। আমাদের জন্য প্রার্থনা করবেন’।
২০১১ সালে পরিবারিকভাবে পেশায় শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে তার বিয়ে। ২০১২ সালে তাদের কোলজুড়ে আসে মেয়ে নভন্যা। আর দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন জিৎ।