নিজস্ব প্রতিবেদক: যশোরে ৫ দিনব্যাপি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে কালেক্টরেট সভাকক্ষে সরকারি—বেসরকারি কর্মকর্তাদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, সেবা সপ্তাহ উপলক্ষে জেলায় ৫ দিন নিয়মিত সেবার পাশাপাশি দুই লাখ পরিবারকে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বাল্য বিবাহ এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণের বিষয়ে যার যার অবস্থান থেকে সমাজে সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান।
'নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জেলায় সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক প্রফেসর সেলিনা খাতুন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক কাজী ফারুক আহমেদ, রিজিওনাল কনসালটেন্ট ডাক্তার আসাদুজ্জামান।