সমাজের কথা ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সূচিতে পরিবর্তন আনা হয়েছে। চলমান বাংলাদেশ—শ্রীলংকা টি—টোয়েন্টি সিরিজের কারণে এই বদল আনা হয়েছে। কেননা ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটের দেশসেরা এই আসরে এবার নেই বিদেশি কোনো ক্রিকেটার। তাই অন্তত লংকান সিরিজে টি—টোয়েন্টিতে খেলা ক্রিকেটারদের দলে পেতে ডিপিএলের দিনক্ষণ পেছানো হচ্ছে।
ডিপিএলের প্রথম রাউন্ডের খেলা আগামী ৯ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল। তবে একই দিনে সিলেটের মাঠে গড়াবে বাংলাদেশ—শ্রীলংকা সিরিজের তৃতীয় ও শেষ টি—টোয়েন্টি। দুইদিন পিছিয়ে আগামী ১১ মার্চ শুরু হবে ডিপিএল।
<<আরও পড়তে পারেন>> নেত্রকোনাকে ৭ উইকেটে হারিয়েছে যশোর
সিসিডিএম ঢাকার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে। মিরপুর শের—ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ চারটি ভেন্যুতে হবে এবারের ডিপিএল। বাকি ভেন্যুগুলো হলো— ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন ও চার নম্বর মাঠ।
ছয়টি দল ১২ দলের এই টুর্নামেন্টে প্রথম দিনই মাঠে নামবে। দিনের তিনটি ম্যাচের প্রথমটিতে মিরপুরে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। একই দিনে ফতুল্লায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মুখোমুখি হবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির। দিনের তৃতীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
এরপর ১২ মার্চ দ্বিতীয় দিনে আরও ছয় দল মাঠে নামবে। এদিন মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। বাকি দুই ম্যাচের ভেনুই হিসেবে থাকছে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ। তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ হিসেবে নামবে রূপগঞ্জ টাইগার্স। দিনের শেষ ম্যাচে চার নম্বর গ্রাউন্ডে মোহামেডান মুখোমুখি হবে সিটি ক্লাবের।