সমাজের কথা ডেস্ক : আবারও সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। চতুর্থ দফার চলমান অবরোধ শেষে একদিন বিরতি দিয়ে আগামী বুধবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হবে, চলবে আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
১৩ নভেম্বর বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিএনপির চতুর্থ দফার অবরোধ, চলবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে শীর্ষ নেতারা বক্তব্য শেষ করার আগেই পুলিশের সাথে নেতাকর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। পরে মহাসমাবেশ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই কর্মসূচির পর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন সারাদেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ পালন করে দলটি। এরপর গত ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে তারা। ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর সকাল ৬টা থেকে থেকে ১০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়কপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি।