এস আর সাঈদ কেশবপুর (যশোর) : যশোর—৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক তাদের মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই যশোর—৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
গতকাল সন্ধ্যায় কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আতিয়ার রহমানের বাড়ির উঠানে এবং শিকারপুর গ্রামের দিলীপ রায়ের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শ্রীরামপুর গ্রামের আতিয়ার রহমানের বাড়ির উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান।
অপরদিকে শিকারপুর গ্রামের দিলীপ রায়ের বাড়িতে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান। মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ—সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শেখ মনিরুজ্জামান, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনজুর রহমান, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা দিলীপ রায়, রবিউল ইসলাম, মজিদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ, জোসনা বেগম, শারমিন খাতুন, রেক্সোনা বেগম, আবু বক্কর সিদ্দিক, দীপঙ্কর দাস প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রামপ্রসাদ দেবনাথ, আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন প্রমুখ। পরে এমপি শাহীন চাকলাদার কেশবপুর পৌরসভার ৩ নম্বর সবচেয়ে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।