আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মণিরামপুরে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম ইয়াকুব আলী। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোনাখোলা ও সাতনল বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি গণসংযোগ করেন।
এসময় এস এম ইয়াকুব আলী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী তাই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের আদলে গ্রামেরও উন্নয়ন করে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক পৌরসভার কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ইউপি সদস্য ফজলুর রহমান, রফিকুল ইসলাম বুলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, ভোজগাতী ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি