কেশবপুর (যশোর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর—৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। এলাকার উন্নয়ন সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, যাদের রক্তে আওয়ামী লীগ ও নৌকার স্লোগান গেঁথে আছে, তারা কখনোই নির্বাচনে নৌকার বাইরে থাকতে পারে না। বঙ্গবন্ধুর নৌকা, আজ শেখ হাসিনার নৌকা। তিনি আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন। আপনারা নৌকায় ভোট দিন আমি মডেল কেশবপুর দেবো।
বৃহস্পতিবার বিকেলে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাবলিক ময়দানে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় হাজার হাজার ভোটারের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ওয়াদা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সচিব অ্যাড. মিলন মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম এবং যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জেলা আওয়ামী লীগনেতা আনোয়ার হোসেন মোস্তাক, শামীম চাকলাদার বাবু, কেশবপুরে নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহসভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, সহসভাপতি মঙ্গলকোট ইউপির সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন, সহ—সভাপতি গৌরীঘোনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ এস এম সিদ্দিকুর রহমান, যুগ্ম—সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পদক সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক এস এম মহব্বত হোসেন, সদস্য শাহাদাৎ হোসেন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ^াস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম—আহ্বায়ক অলিয়ার রহমান, যুগ্ম—আহ্বায়ক আব্দুল আলিম, যুগ্ম—আহ্বায়ক মাস্টার জাফর ইকবাল, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহিম হোসেন, যুগ্ম—আহ্বায়ক রফিকুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বজলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, আলী আহসান বাচ্চু, মঙ্গলকোট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম—আহ্বায়ক খালিদ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামাল, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সহসভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, যুগ্ম—আহ্বায়ক শাসছুন্নাহার লিলি, যুগ্ম—আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, যুগ্ম—আহ্বায়ক মাস্টার কামরুজ্জামান টিটো, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিরাজুল ইসলাম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা শহিদুজ্জামান শাহীন, জি এম আলতাফ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আবু সাঈদ লাভলু, সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, যুগ্ম—আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, যুগ্ম—আহ্বায়ক এস এম মুজিবুর রহমান, পৌর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, যুগ্ম—আহ্বায়ক আলগমীর হোসেন, যুগ্ম—আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার গফুর, যুগ্ম—আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম—আহ্বায়ক আবু হাসান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক সুমন গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবুল বাসার খান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, নাদিরা খাতুন, নার্গিস পারভীন প্রমুখ।
এদিকে নৌকা প্রতীকে ভোট চেয়ে ১১টি ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে গণসংযোগ অব্যাহত রয়েছে।
পৌর আওয়ামী লীগ : পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগনেতা সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, আওয়ামী লীগনেতা আব্দুল হালিম, কুশ সাহা, নাছির উদ্দীন, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর যুবলীগনেতা সবুজ হোসেন নিরবসহ পৌর আওয়ামী লীগ, সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা কৃষক লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ সৈয়দ নাহিদ হাসান, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক হরি গোপাল বসু, দপ্তর সম্পাদক অনিমেষ সাহা, রেজাউল করিমসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ।
মহিলা আওয়ামী লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক, বর্তমান সভাপতি রাবেয়া ইকবাল, সহ সভাপতি বিথিকা বসু, সাধারণ সম্পাদক মমতাজ খাতুনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল্লাহ, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার গফুর, যুগ্ম—আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম—আহ্বায়ক আবু হাসান, আব্দুর রাজ্জাক, শেখ আসাদুজ্জামান আসাদ, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজ্জাত হোসেন, হাবিবুর রহমান, রুবেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক সুমন গজী—সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
ত্রিমোহিনী ইউনিয়ন : উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন যশোর জেলা আওয়ামী লীগনেতা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ত্রিমোহিনী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, যুগ্ম—আহ্বায়ক জাহাঙ্গীর আলম খাঁন সুজন, যুগ্ম—আহ্বায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, যুগ্ম—আহ্বায়ক ওবায়দুর রহমান উবায়, শ্যাম সুন্দর মল্লিক, যুবলীগনেতা আনোয়ারুল ইসলাম রাজু, আকরাম হোসেন, ছাত্রলীগনেতা রবিউল ইসলাম—সহ ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাগরদাঁড়ী ইউনিয়ন : উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম—আহ্বায়ক অলিয়ার রহমান, যুগ্ম—আহ্বায়ক আব্দুল আলিম, যুগ্ম—আহ্বায়ক মাষ্টার জাফর ইকবাল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, সাগরদাঁড়ী ইউনিয়ন যুব লীগের আহ্বায়ক কাজী আলমগীর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকসহ সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মজিদপুর ইউনিয়ন : উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড রফিকুল ইসলাম পিটু, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম, যুগ্ম—সম্পাদক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, মজিদপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিদ্যানন্দকাটি ইউনিয়ন : উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, আওয়ামী লীগনেতা বি এম ইব্রাহীম হোসেন, রফিকুল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগনেতা মুন্নাফ হোসেন মুন্নাসহ বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলকোট ইউনিয়ন : উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ^াস, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বজলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, আলী আহসান বাচ্চু, মঙ্গলকোট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম—আহ্বায়ক খালিদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আল হেলাল—সহ মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কেশবপুর সদর ইউনিয়ন : কেশবপুর সদর ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যর কামরুজ্জামান কামাল, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, যুগ্ম—আহ্বায়ক মেহেদী হাসান শিমুল—সহ কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
পাঁজিয়া ইউনিয়ন : উপজেলার পাঁজিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, প্রধান শিক্ষক তাপস দে, উপজেলা যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আবু সাঈদ লাভলু, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হোসাইনসহ পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সুফলাকাটি ইউনিয়ন : উপজেলার সুফলাকাটি ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, শাহাদাৎ হোসেন, আজাহারুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, যুগ্ম—আহ্বায়ক রেজওয়ান হোসেন লিটন, ছাত্রলীগনেতা মহির উদ্দীন মাহী—সহ সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গৌরীঘোনা ইউনিয়ন : উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগনেতা এস এম মাসুদুর রহমান মাসুদ, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসানসহ গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাতবাড়িয়া ইউনিয়ন : উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিযার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, সদস্য মশিয়ার দফাদার, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, যুগ্ম—আহ্বায়ক শাসছুন্নাহার লিলি, যুগ্ম—আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, যুগ্ম—আহ্বায়ক মাস্টার কামরুজ্জামান টিটো, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, মোহাম্মদ আলী, বিধান ঘোষ, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ম—আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম—আহ্বায়ক হারুনুর রশীদ লিটন, মহিলা আওয়ামী লীগের তহমিনা খাতুনসহ সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় শ্রমিক লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, যুগ্ম—আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, যুগ্ম—আহ্বায়ক এস এম মুজিবুর রহমান, পৌর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, যুগ্ম—আহ্বায়ক আলগমীর হোসেন, যুগ্ম—আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন—সহ উপজেলা ও পৌর জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
যুব মহিলা লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, নাদিরা খাতুন, নার্গিস পারভীন—সহ উপজেলা ও পৌর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।