ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেলে গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ছুটিপুর বাজারে প্রচার মিছিলটি হয়। গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর—২ (চৌগাছা—ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন।
গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ঝন্টুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরিফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিচুর রহমান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাবুল, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।