কমলা-ঝড়ে ৩-১ গোলে উড়ে গেল আমেরিকা
ক্রীড়া ডেস্ক : নেদারল্যান্ডস প্রত্যাশামতোই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল । আজ প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে তারা আমেরিকাকে ৩-১ গোলে হারিয়েছে । দলের হয়ে গোল করেন মেম্ফিস দেপাই, দালে ব্লিন্দ এবং ডেঞ্জেল ডামফ্রিস। আমেরিকার হয়ে একমাত্র গোলটি করেন হাজি রাইটের। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ডস ।
আমেরিকা গ্রম্নপ পর্বেও খুব একটা আহামরি খেলেনি । তবে প্রি-কোয়ার্টারে ওঠায় অনেকে মনে ধারণা করেছিলেন, কিছুটা হয়তো লড়াই করতে পারবে তারা। কিন্তু ডাচদের বিরম্নদ্ধে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি তারা। আমেরিকাকে ডোবাল তাদের রক্ষণ। যে তিনটি গোল দিল নেদারল্যান্ডস, প্রতিটি ক্ষেত্রে গোলদাতারা অরক্ষিত অবস্থায় দাঁড়িয়েছিলেন। কেউ তাঁদেরকে ঘিরে ধরতে পারেনি।