সমাজের কথা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পর্যায়ের নির্বাচনী পরীক্ষায় (এসএলএসটি) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে অনশন করছেন। দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে চলমান এ আন্দোলনে আজ ৯ ডিসেম্বর এক নারী চাকরিপ্রার্থী মাথ্যা ন্যাঁড়া করে প্রতিবাদ করেছেন। সেই অনশন মঞ্চে তার সঙ্গে কথা বলতে যান পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ও দলটির মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে তার দিকে জুতা নিক্ষেপ করা হয়েছে।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কলকাতার ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। আন্দোলনের ১০০০তম দিনে তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিজেপি এবং বাম নেতারা দেখা করেন। পরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিকেলে সেখানে যান।
তিনি অনশন মঞ্চে পৌঁছাতেই হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। চাকরিপ্রার্থী, বিরোধী নেতা এবং পুলিশের ধস্তাধস্তির মধ্যে পড়ে যান তিনি। এ সময় তাকে উদ্দেশ করে ‘চোর’, ‘চোর’ বলে স্লোগান দেন অনেকে। এরই মধ্যে কুণালের দিকে কেউ একজন জুতা ছুঁড়ে মারেন। এরপরও বেশ কিছুক্ষণ তাকে ঘিরে বিক্ষোভ চলে।
কুণাল জানান, আন্দোলনকারীদের দাবিদাওয়ার বিষয়টি সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবহিত। এ নিয়ে আলোচনার পথ খোলা আছে। আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের আলোচনা হবে বলেও জানান তিনি।
কুণাল আরও জানান, যে চাকরিপ্রার্থী তার মাথা কামিয়ে ফেলেছেন, তাকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন। তার সঙ্গে একাধিক বার সাক্ষাৎ হয়েছে। তাকে দেখতেই তিনি অনশন মঞ্চে এসেছেন।
তৃণমূল মুখপাত্র বলেন, ‘নিয়োগ নিয়ে জট খুলুক। আজ যখন রাসমণি (মাথা ন্যাঁড়া করা নারী) চুল বিসর্জন দিচ্ছেন, তখন মনে হয়েছে অফিসে কথা না বলে তাদের সঙ্গে এসে দেখা করে যাই।’