নেংগুড়াহাট (মনিরামপুর) প্রতিনিধি : মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট এলাকার লিচুর বাগান গুলোতে ভরপুর ফল এসেছে। লিচু চাষিরা আশা করছেন প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে।
এ অঞ্চলে বোম্বাই, মাদ্রাজি, বেদেনা, চায়না থ্রিপাটনা, চায়না টুসহ নানা জাতের লিচু চাষ রয়েছে। চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রাম ১নং ওয়ার্ডের লিচু চাষি ফরিদ শেখ বলেন, গাছের পরিচর্যায় কোন অবহেলা করছিনা। মুকুল আসার আগেই বাগানে কীটনাশক স্প্রে করা হয়েছে। আশা করছি ফল ভালো হবে।
স্থানীয় কৃষি বিভাগ বলছে এবার লিচুর মুকুল বেশি এসেছে। চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুর গ্রমের অনেক লিচু চাষি বলেন, সবকটি লিচু গাছে প্রচুর ফল ধরেছে।
চালুয়াহাটি ইউনিয়নের কৃষি কর্মকর্তা মারুফুল হক ও হাবিবুর বলেন, এখানকার মাটি লিচু চাষের জন্য খুবই উপকারি, লিচু ফলন বৃদ্ধিতে চাষিদেরকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।