নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে যশোর নৃত্যবিতানের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে নৃত্য বিতানের আয়োজনে ছন্দের তালে তালে নৃত্যবিতানের শিল্পীদের অপূর্ব পরিবেশনা মুগ্ধ করেছেন দর্শকদের। সংগঠনের শিল্পীরা ২৫টি গানে নৃত্য পরিবেশ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালন করেন স্থানীয় সরকার যশোরের উপ—পরিচালক রফিকুল হাসান। ছোট শিশুদের নৃত্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়। এরপর উপদেষ্টামন্ডলীকে উত্তরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠানে নৃত্য বিতানের সভাপতি অ্যাড. শাহরিয়ার বাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন যশোর নৃত্য বিতানের পরিচালক সঞ্জীব চক্রবতীর্। এ সময় উপস্থিত ছিলেন, যশোর ইন্সটিটিউট’র সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু। উপস্থিত ছিলেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মুজহারুল ইসলাম মন্টু, জুলফিকার আব্দুল্লাহ, মোখছিমুল বারী, নিয়াজ মহাম্মদ, হায়দার আলী, সাজেদ রহমান, মেহেদী রহমান প্রমুখ।