সমাজের কথা ডেস্ক : টানা দুই সপ্তাহ চলছে ইসরায়েল ও গাজার হামাসের যুদ্ধ। এসময়কালে স্বাধীনতাকামী ফিলিস্তিনের চার হাজার মানুষ ইসরায়েল বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য আজ শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাসের আক্রমণের পর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দুই সপ্তাহের হামলায় গাজায় নিহত ব্যক্তির সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখ মানুষ।
<< আরও পড়তে পারেন >> টানা ১৩ দিনের যুদ্ধে গাজায় নিহত বেড়ে প্রায় ৪ হাজার
বিদ্যুৎ, জ্বালানি ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়ায় সেখানে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। এর নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। ঘোষণা করা হয়েছে এক দিনের রাষ্ট্রীয় শোক। হতাহত ফিলিস্তিনের জন্য শুক্রবার সব ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে প্রার্থনা।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।