রূপদিয়া (যশোর) প্রতিনিধি: যশোরের রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির ম্যানেজিং কমিটির বুধবারের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীদের একাংশ। মঙ্গলবার বিকেলে রূপদিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবু সালাম আসাদ পারভেজ।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ২২ অক্টোবর ২০২৩ তারিখে প্রতিষ্ঠান থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করি। তফসিল অনুযায়ী ৯ নভেম্বর ভোট গ্রহণের দিন ছিল। পরবর্তীতে গত ২৪ অক্টোবর বিকেলে বিদ্যালয়ের অফিস সহকারী ফজলুর রহমানের মুঠোফোনের মাধ্যমে পূর্বে সরবরাহকৃত ভোটার তালিকাটি বিদ্যালয়ের অফিসে নিয়ে যেতে বলেন। তালিকাটি বিদ্যালয়ের অফিসে নিয়ে গেলে ভোটার তালিকাটির শেষ পৃষ্ঠা পরিবর্তন করে নতুন আরেকটি পৃষ্ঠা সংযুক্ত করেন। পূর্বের তালিকায় ভোটার সংখ্যা ছিল ৯৬৭ জন। পরবর্তীতে সংযুক্ত পৃষ্ঠায় ভোটার তালিকায় ৫ জন ভোটার বাড়িয়ে দেখানো হয় ৯৭২ জন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভোটার তালিকায় ত্রুটি সংক্রান্ত কারণে ভোট গ্রহণ স্থগিত হলেও কবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তারা জানতে পারেননি। হঠাৎ মঙ্গলবার সকালে অফিস সহকারীর মাধ্যমে মুঠোফোনে জানানো হয় আগামীকাল বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পোলিং এজেন্ট নিয়োগ ফরম অফিস থেকে নিয়ে যাওয়ার জন্যেও বলা হয়। এসময় তারা ভোট স্থগিতের দাবি জানান এবং পুনঃরায় তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম জহুরুল পারভেজ জানান, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আজ ১৫ নভেম্বর নির্বাচনের তারিখ দিয়েছেন। সে অনুযায়ী অফিসিয়ালভাবে সব প্রার্থীকেই ভোট সংক্রান্ত সব তথ্য জানানো হয়েছে। এমনকি তাদেরকে নির্বাচনি ব্যালট পেপারও দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার রবিউল ইসলাম তিনি জানান, নিয়ম অনুযায়ী স্কুল কর্তৃপক্ষকে সবকিছু জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ প্রার্থীদের কাছে সে তথ্য সরবরাহ করেছে নাকি গোপন করেছে আমার জানা নেই।