১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নির্বাচন ঘিরে নতুন কর্মসূচি দিলো বিএনপি

সমাজের কথা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শুক্রবার মিছিল ও গণসংযোগ এবং শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারাদেশে হরতাল পালন করবে দলটি।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ১ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

রিজভী বলেন, ‘আমরা আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানাই।’

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ‘সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপানো হচ্ছে। এ ছাড়া সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এ সব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram