নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন আসলে ষড়যন্ত্রের খেলা শুরু হয়। বিশ্ব মন্দার মধ্যে ষড়যন্ত্র ত্যাগ করে আমাদের উচিৎ দেশ রক্ষায় কাজ করা। সাধারণ মানুষকে অভুক্ত রেখে রাজনীতি কোনো কাজে আসবে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যশোর জিলা পরিষদ মিলনায়তনে পার্টির সুবর্ণজয়ন্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেনন বলেন দেশে অনেক উন্নয়ন হচ্ছে, পদ¥া সেতু হয়েছে, রাস্তা-ঘাট হয়েছে। আমরা এ উন্নয়নের ধারবাহিকতা চাই। তবে তা কোনভাবেই মানুষকে কষ্ট রেখে নয়। তিনি আরো বলেন বিশ্ব মন্দার সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির ফটকাবাজ পরিকল্পিতভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, নির্বাচনই শেষ কথা নয়, বরং মানুষের ভাতের অধিকার নিশ্চিত করাও সরকারের কর্তব্য।
পার্টির যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান। বিশেষ অতিথির বক্তব্য দেন পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, দলের সাধারণ সম্পাদক সবদুল হোসেন খানসহ প্রমুখ। এ ছাড়া সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শামিম রেজা, জাতীয় শ্রমিক ফেডারেশন সমিতির অন্যতম নেতা আব্দুল মাজেদ, শ্রমিক ফেডারেশনের সদস্য হারুন অর রশিদ, ঝিনাইদাহ জেলার ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যক্ষ নিমাই চন্দ্র দে প্রমুখ।