সমাজের কথা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত এবং সীমান্ত দিয়ে অস্ত্র দেশে ঢুকাচ্ছে এমন ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দারা। এছাড়া বৈধ অস্ত্র দিয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদেরও খুঁজে বের করছে তারা।
গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি বেশ কয়েকটি অভিযানে উদ্ধার কিংবা জব্দ হওয়া অস্ত্রের বিষয়ে খোঁজ—খবর নিতে গিয়ে গোয়েন্দারা সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র আসার তথ্য পায়। এভাবে অস্ত্র আনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলমান রেখেছে গোয়েন্দারা। কাদের প্রত্যক্ষ নির্দেশনায় সীমান্ত পার হয়ে অস্ত্রগুলো দেশে ঢুকছে সে বিষয়েও কড়া নজরদারি রাখা হয়েছে।
<< আরও পড়ুন >> ‘নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দিতে হবে’
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের কর্মকাণ্ডকে অপতৎপরতা মনে করছে গোয়েন্দা পুলিশ। কারা এসব অস্ত্রের ক্রেতা তা খতিয়ে দেখা হচ্ছে। এসব অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের সাথে আর কারা জড়িত খতিয়ে দেখে তাদের আইনের আওতায় আনতে কাজ করছে গোয়েন্দা কর্মকর্তারা।