১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
কীটনাশক প্রয়োগে কেশবপুরে ৪ বিঘা জমির ধান নষ্ট
নিন্মমানের কীটনাশক প্রয়োগে কেশবপুরে ৪ বিঘা জমির ধান নষ্ট
291 বার পঠিত


কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের গড়ভাঙ্গা বিলে ভেজাল ও নিন্মমানের কীটনাশক প্রয়োগে ৪ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। যার ফলে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কেশবপুর উপজেলা কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবু বক্কার দফাদারের পূত্র হতদরিদ্র আনিছুর রহমান ধারদেনা করে গড়ভাংগা বিলে ৪ বিঘা জমি লিজ নিয়ে ইরি ধান চাষ করেন। চাষাবাদের পর তিনি গড়ভাঙ্গা বাজারের সিনজেন্টা কোম্পানীর ডিলার আব্দুর রশিদের কাছ থেকে পরামর্শ ও সকল প্রকার কীটনাশক এবং সার কিনে করে জমিতে প্রয়োগ করেন।

গত সপ্তাহে ৫ম ডোজের কীটনাশক ও সার প্রয়োগের পর তার জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সিনজেন্টা কোম্পানীর নিকট থেকে ক্ষতি পূরণ চেয়ে কৃষক আনিছুর রহমান গতকাল সকালে উপজেলা কৃষি অফিসার বরাবর লিখিত দেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram