কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের গড়ভাঙ্গা বিলে ভেজাল ও নিন্মমানের কীটনাশক প্রয়োগে ৪ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। যার ফলে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কেশবপুর উপজেলা কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবু বক্কার দফাদারের পূত্র হতদরিদ্র আনিছুর রহমান ধারদেনা করে গড়ভাংগা বিলে ৪ বিঘা জমি লিজ নিয়ে ইরি ধান চাষ করেন। চাষাবাদের পর তিনি গড়ভাঙ্গা বাজারের সিনজেন্টা কোম্পানীর ডিলার আব্দুর রশিদের কাছ থেকে পরামর্শ ও সকল প্রকার কীটনাশক এবং সার কিনে করে জমিতে প্রয়োগ করেন।
গত সপ্তাহে ৫ম ডোজের কীটনাশক ও সার প্রয়োগের পর তার জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সিনজেন্টা কোম্পানীর নিকট থেকে ক্ষতি পূরণ চেয়ে কৃষক আনিছুর রহমান গতকাল সকালে উপজেলা কৃষি অফিসার বরাবর লিখিত দেন।