বিনোদন ডেস্ক : নিন্দুকেরা মনে করেছিলেন এবারের লোকসভায় বসিরহাট কেন্দ্রে টিকিট না পেয়ে হয়তো দল বদল করবেন টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। তবে নিন্দুকদের মুখে ছাই দিল নুসরাতের এক টুইট।
মঙ্গলবার ভোটের রেজাল্টের দিন নেটিজেনদের নজর ছিল নুসরাত সারাদিন কী করছেন? ভোটের ফলে কী চোখ রেখেছিলেন? সে আপডেট অবশ্য দিনভর পাওয়া যায়নি। তবে ভোটের ফল বের হতেই, সোশ্যালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা মনে শুভেচ্ছা জানালেন।
পোস্টের ক্যাপশনে লিখলেন, ‘দিদির জয়! বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের বিশ্বাস রাখল এবং সেটা আরও বাড়াল। তৃণমূল কংগ্রেসের সব বিজয়ী এমপিদের অনেক শুভেচ্ছা। জয় বাংলা।’
গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নুসরাত। রাজনীতির মঞ্চে গ্ল্যামার গার্ল হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তবে গত পাঁচ বছরে বারবার তার কেন্দ্রে জমা বিতর্কের আগুনে নুসরাতের ‘ঠান্ডা’ পদক্ষেপ নিয়ে সমালোচনায় জড়ান অভিনেত্রী।
এমনকী, নুসরাতের বিরুদ্ধে অভিযোগ সন্দেশখালি ইস্যুতেও তারকা সাংসদকে সেভাবে পাশে পাননি তার সেখানকার মানুষ। উলটা সংবাদ মাধ্যমের হাত ধরে শুধু ‘গা বাঁচানো’ অডিও বার্তাই দিয়ে কর্তব্য সেরেছিলেন নুসরাত। বার বার রাজনীতিতে নুসরাতের এমন ‘দুর্বল অংশগ্রহণে’ স্বাভাবিকভাবেই ক্ষোভ জমেছিল সাধারণের মনে। সেই আভাস হয়তো পেয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই আভাস থেকেই লোকসভায় নুসরাতের উপর আস্থা হারায় তৃণমূল সরকার।