এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। যেকোনো দুর্যোগে তিনি সবসময় অসহায় মানুষের পাশে আছেন।
দেশের কোনো মানুষ যেন কষ্টে না থাকে সেজন্য বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো।
রোববার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসায় আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় এ চেক বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৫ রোগিকে ৫০ হাজার টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, পৌর মেয়র রফিকুল ইসলাম, সদরের কাশিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ও হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ^াস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক সালাহউদ্দীন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনুরানী হালদার, উপজেলা ছাত্রলীগের মুন্নাফ হোসেন মুন্না, পৌর ছাত্রলীগের মাসুদুর রহমান প্রমুখ।