প্রশ্ন : আমার বাবা একদিন হঠাৎ বুকের প্রচণ্ড ব্যথায় চিৎকর করছিলেন। তখন আমি আল¬াহর কাছে দোয়া করেছিলাম। হে আল¬াহ! তুমি আমার হায়াত থেকে কিছু হায়াত আমার বাবাকে দিয়ে দাও। প্রশ্ন হলো, এ রকম দোয়া আল¬াহ কবুল করেন কি না? এবং এ রকম দোয়া করা যায় কি না? হায়াত কি কমে—বাড়ে? ইসলামের দৃষ্টিতে উত্তর দিলে বাধিত থাকব।
উত্তর : কোনো মুসলমানের জন্য স্বাভাবিকভাবে হায়াত বৃদ্ধির দোয়া করা শরিয়তসম্মত একটি বৈধ কাজ। নেক আমল বা দোয়ার দ্বারা আল¬াহর পক্ষ থেকে হায়াত বৃদ্ধি হওয়া হাদিস দ্বারা প্রমাণিত। রাসুলুল¬াহ (সা.)—ও কোনো সাহাবির জন্য হায়াত বৃদ্ধির দোয়া করেছেন। তবে নিজের হায়াত থেকে কিছু অংশ অন্য কাউকে দেওয়ার দোয়া করা শরিয়তে প্রমাণিত নয়। (তিরমিজি, হাদিস : ২১৩৯, আদাবুল মুফরাদ, হাদিস : ৬৫৩, বুখারি, হাদিস : ৬৩৪৯, মুসলিম, হাদিস : ৬৭৬৮)