অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভৈরব নদে পড়ে নিখোঁজ হওয়া ঘাট শ্রমিক কাইয়ুম হোসেনের (৩৩) মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঘাট শ্রমিক কাইয়ুম হোসেন উপজেলা শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের শরীয়ত উল্লাহর ছেলে।
এর আগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে দেশ ট্রেডিংয়ের ঘাটে নোঙর করা জাহাজ থেকে ডিএপি সারের বস্তা মাথায় নিয়ে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হন কাইয়ুম হোসেন।
<<আরও পড়তে পারেন>> যশোরে স্কুলছাত্র খুন
প্রত্যক্ষদর্শী ঘাট শ্রমিক ইয়াছিন মোল্যা বলেন, দেশ ট্রেডিংয়ের ঘাটে এমভি তিশান নামে জাহাজ থেকে কাইয়ুমসহ আমরা ৫০ কেজি ওজনের সারের বস্তা আনলোডের কাজ করছিলাম। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে মাথায় থাকা সারের বস্তাসহ নদীতে পড়ে যান কাইয়ুম। অনেক খোঁজাখুজি করে না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, রবিবার রাতে ডুবুরিদলকে খবর দেওয়া হলে তারা খুলনা থেকে সোমবার সকালে অভয়নগরে এসে পৌঁছায়। সকাল ৯ টা থেকে তারা উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ২ টার দিকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে অভয়নগর থানা পুলিশের নিকট মরদেহ হস্তারন্তর করা হয়।
অভয়নগর থানার সাব—ইন্সপেক্টর (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শী ঘাট শ্রমিদের দেওয়া তথ্য অনুযায়ি কাইয়ুম হোসেনের নদীতে পড়ে যাওয়া একটি দুর্ঘটনা। নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। নওয়াপাড়া নৌপুলিশের মাধ্যমে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।