নিজস্ব প্রতিবেদক : যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা গতকাল শনিবার দ্বিতীয় দিনে সম্পন্ন হয়। এছাড়াও এদিন দ্বিতীয় রাউন্ডের দুটি খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম রাউন্ডের প্রথম খেলায় বাংলাদেশ আনসার ২১-৭ গোলে নওগাঁ জেলাকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় নড়াইল জেলা ৯-৫ গোলে রংপুর জেলাকে পরাজিত করে। তৃতীয় খেলায় পঞ্চগড় জেলা ১২-০ গোলে ফরিদপুর জেলাকে পরাজিত করে।
চতুর্থ খেলায় মাদারীপুর জেলা ১৬-৬ গোলে দিনাজপুর জেলাকে পরাজিত করে। পঞ্চম খেলায় জামালপুর জেলা ১৮-১৫ গোলে ঢাকা জেলাকে পরাজিত করে। প্রথম রাউন্ডের শেষ খেলায় বাংলাদেশ পুলিশ ২৯-৫ গোলের বড় ব্যবধানে বাগেরহাট জেলাকে পরাজিত করে।
অন্যদিকে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় বাংলাদেশ আনসার ৪২-৫ গোলের বড় ব্যবধানে মাদারীপুর জেলাকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় জামালপুর জেলা ১৮-৭ গোলে ফরিদপুর জেলাকে পরাজিত করে।