নিজস্ব প্রতিবেদক : যশোরে এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। আজ সোমবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পঞ্চগড় জেলা ও মাদারীপুর জেলা।
রোববার দ্বিতীয় রাউন্ডের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় বাংলাদেশ আনসার ২৮-২ গোলে ফরিদপুর জেলাকে পরাজিত করেছে। এরপরে জামালপুর ও মাদারীপুর জেলার মধ্যকার খেলাটি ১০-১০ গোলে ড্র হয়। অন্যদিকে পঞ্চগড় জেলা ১৯-৭ গোলে নওগাঁ জেলাকে হারিয়েছে। বাংলাদেশ পুলিশ ১৭-২ গোলে পরাজিত করেছে ঢাকা জেলাকে।
মাদারীপুর জেলা ৩২-৬ গোলে হারিয়েছে ফরিদপুর জেলাকে। বাংলাদেশ আনসার ৪১-১০ গোলে জামালপুর জেলাকে হারিয়েছে। নওগাঁ জেলা ২১-১৭ গোলে ঢাকা জেলাকে পরাজিত করে। শেষ ম্যাচে পঞ্চগড় জেলা ২৩-২১ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।