নিজস্ব প্রতিবেদক : ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। সোমবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ফাইনালে তারা পঞ্চগড় জেলাকে পরাজিত করে।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা মানেই বাংলাদেশ আনসারের দাপট। ৩৪তম আসরেও তার ব্যতিক্রম হয়নি। সোমবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে পঞ্চগড় জেলাকে পরাজিত করে ২২তম এবং টানা ৬ষ্ঠ শিরোপা নিশ্চিত করেছে সার্ভিসেস দলটি। ৩৩তম আসরের মতো রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পঞ্চগড়ের দলটিকে। দু’দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৩০-১৯ গোল।
এ খেলায় বিজয়ীদলের পক্ষে আপ্লনা ১০টি, খাদিজা ৭টি, পারভিন ৫টি, ইসমত আরা ও পান্না ২টি করে এবং সুমাইয়া, ময়না, সুমি-১ ও সুমি-২ ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে সাকিবা ৭টি, মারিয়া ৫টি, সানিয়া, তোহুরা ও শিল্পী ২টি করে এবং রুনা ১টি গোল করেন।
চ্যাম্পিয়নের দলের আল্পনা প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এর আগে অনুষ্ঠিত প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী খেলায় মাদারীপুর জেলাকে ২০-৫ গোলে পরাজিত করে বাংলাদেশ পুলিশ।
খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন, স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপ-পরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মির্জা আখিরুজ্জামান সান্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম-সম্পদাক এবি এম আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রি সাহা মনি প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১৫টি দল নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ৩৪ তম আসরের পর্দা ওঠে।