নিজস্ব প্রতিবেদক : ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহারের অভিযোগে সোহেল তানভীর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার এই ঘটনার পরে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ।
আটক সোহেল তানভীর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের আলী আকবরের ছেলে।
পুলিশ জানিয়েছে, ট্রাফিকের নারী সার্জেন্ট অপান্বিতা গত রোববার সন্ধ্যায় শহরের দড়াটানা দায়িত্ব পালন করছিলেন। এসময় সোহেল সেখানে একটি মোটরসাইকেলে আসে। এ সময় তার মাথায় হেলমেট ও গাড়ির কাগজপত্র দেখতে চায় পুলিশ। কিন্তু তিনি কিছুই দেখাতে পারেননি। তাছাড়া দায়িত্বরত সার্জেন্টের সাথেও দুর্ব্যবহার করে। আর ওই সময় দড়াটানা ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে তাকে আটক করা হয়।
এই ঘটনায় মামলা দিয়ে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশের পরিদর্শক শুভেন্দু মুন্সি।