নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। উলাসী সৃজনী সংঘের (ইউএসএস) নারীর ক্ষমতায়ন প্রকল্পের (উই) সোমবার উপজেলার পাঁচটি ইউনিয়নে (চাঁচড়া, আরবপুর, লেবুতলা, দেয়াড়া ও ফতেপুর) ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন এক হাজার ৬২০ জন।
নির্বাচনে সভাপতি পদে ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজনিন সুলতানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রীতিলতা বর্মন পেয়েছেন ৫৩৭ ভোট। সহসভাপতি পদে সরস্বতী গোস্মামী ও নিষ্কৃতি বর্মন যথাক্রমে এক হাজার ৩৮৯ ও এক হাজার ২৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরস্বতী রানী খাঁ পেয়েছেন ১৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কল্পনা রানী রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পবিত্র রানী বর্মন পেয়েছেন ৬০৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিমা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেফালী বিশ্বাস পেয়েছেন ৫৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে এক হাজার ৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাথী বাগচী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুন্নি খাতুন পেয়েছেন ২০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিমলা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পবিত্রা বর্মন পেয়েছেন ৬৩৫ ভোট। দপ্তর সম্পাদক পদে এক হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয়ন্তী বিশ্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডলি সায়ন্তী তুলি পেয়েছেন ৪১৮ ভোট। সদস্য পদে তিন জন যথাক্রমে সাথী বিশ্বাস পেয়েছেন এক হাজার ৪৯৫ ভোট, ফাহিমা খাতুন পেয়েছেন ৯২৯ ভোট এবং বিথিকা রাণী বর্মন পেয়েছেন ৭৪০ ভোট। সদস্য পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমা বেগম পেয়েছেন ৫৮০ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, নির্বাচন কমিশনার সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন ও নির্বাচন কমিশনার সদর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত কুমার দাশ স্বাক্ষরিত নির্বাচনের প্রকাশিত চূড়ান্ত ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, সোমবার সকাল ৯টা থেকে থেকে দুপুর একটা পর্যন্ত ১৬টি কেন্দ্রে নির্বাচন কমিশনার মনোনীত একজন প্রিজাইডিং অফিসার ও একজন সহকারী প্রিজাইডিং অফিসারের সরাসরি তত্ত্বাবধানে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, নির্বাচন কমিশনার সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, উই প্রকল্পের সমন্বয়কারী নাজনীন সুলতানা জেনী, আঞ্চলিক সমন্বয়কারী হারুণ অর রশিদ চাঁচড়া বর্মন পাড়াসহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।