ক্রীড়া ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই উত্তাপ। তবে এবার উত্তাপ শুধু মাঠে নয়, ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। মেলবোর্নের আকাশে যেমন ধোঁয়া মেঘ জমেছে, তেমনি ভারতীয় ক্রিকেটারদের ঘিরে জমাট বাঁধছে বিতর্ক। রবীন্দ্র জাদেজা, আকাশ দীপের পর এবার নিশানায় বিরাট কোহলি। অভিযোগ, মেলবোর্ন বিমানবন্দরে এক নারী সাংবাদিককে ধমক দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
চতুর্থ টেস্টের আগে গত বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছায় ভারতীয় দল। স্ত্রী আনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে বিমানবন্দরের বাইরে আসেন বিরাট কোহলি। তখনই এক নারী সাংবাদিক তার সন্তানদের ভিডিও করার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে কোহলি সৌজন্যের সুরে তাকে সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কথা জানান। সেই সঙ্গে অনুরোধ করেন, ভিডিওটি মুছে দিতে। কোহলি জানান, ওই সাংবাদিক চাইলে তার ছবি তুলতে পারেন।
কিন্তু এখান থেকেই বিতর্কের সূত্রপাত। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের দাবি, শুধু অনুরোধ নয়, কোহলি নাকি ওই নারী সাংবাদিক এবং তার সঙ্গী ক্যামেরাম্যানদের ধমকও দিয়েছেন। এমনকি ধমকের ফলে ভয় পেয়ে বিমানবন্দর থেকে সরে যান ওই সাংবাদিক। তবে উল্লেখযোগ্য বিষয়, এই ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক বা উপস্থিত অন্য কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানাননি।
বিতর্কের ঝড় থামেনি এখানেই। রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এক সংবাদ সম্মেলনে ইংরেজিতে প্রশ্নের উত্তর দেননি। ভারতের পক্ষ থেকে জানানো হয়, সেই সম্মেলন মূলত ভারতীয় সাংবাদিকদের জন্য ছিল, তাই জাদেজা হিন্দিতে উত্তর দিয়েছেন।
অন্যদিকে আকাশ দীপের ক্ষেত্রেও একই অভিযোগ তুলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। তারা দাবি করে, ইংরেজিতে কথা বলতে না পারার কারণেই আকাশ দীপ অস্ট্রেলিয়ান সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যম এই অভিযোগ নস্যাৎ করে জানায়, আকাশ দীপ সবার প্রশ্নেরই উত্তর দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের পাল্টা অভিযোগ, এসব বিতর্ক ইচ্ছাকৃত। মাঠের বাইরের এই নাটক ভারতীয় ক্রিকেটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর কৌশল। ভারতীয় শিবির মনে করছে, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে এমন কৃত্রিম বিতর্ক তৈরি করছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বনাম ভারতীয় ক্রিকেটারদের এই দ্বন্দ্বে উত্তাপ ছড়িয়েছে দুই দেশের সমর্থকদের মাঝেও। ভারতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না আসলেও এই বিতর্ককে উপেক্ষা করা যে কঠিন, তা বোঝা যাচ্ছে।