নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত নারী বাস্কেটবল ৭ দিনের প্রশিক্ষণ ও প্রতিভা অন্বেষণ কর্মসূচি শেষ হয়েছে। ২১ জন নারীকে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। শনিবার সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক মিজানুর রহমান, সভাপতিত্ব করেন সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি মির আখিরুজামান শান্তু, যুগ্ম সম্পাদক শহীদ আহমেদ, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, সদস্য ইউসুফ হাসান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এহসানুল হক সুমন, সদস্য সায়েদা শিল্পী, জেলা ক্রীড়া সংস্থা বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল। এ্যাথলেটিক সম্পাদক নিবাস হালদার প্রমুখ।