সমাজের কথা ডেস্ক : ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব—১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ।
সুযোগ এসেছিল কয়েকবারই, তবে বল জালের দেখা পাওয়া যাচ্ছিল না। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার তিন মিনিট আগেও গোলের একটি সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। তবে সাগরিকার সেই গোল মিসের আক্ষেপ বেশিক্ষণ থাকতে দিলেন না অধিনায়ক আফিদা।
তার সহায়তায় দেওয়া সাগরিকার গোলেই ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব—১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ।
এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ। আজ রবিবার গ্রুপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১—০ গোলে হারিয়ে টানা দুই জয়ে ফাইনালে পৌঁছে গেছে।