নড়াইল প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে দলিত সম্প্রদায়ের উদ্যোগে নড়াইলে র্যালি, মানববন্ধন, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ, সুইডেনের সহযোগিতায়, রাইটস অব দলিত এসব কর্মসূচি বাস্তবায়ন করে।
এ উপলক্ষে সকাল ১০টায় নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে দলিত সম্প্রদায়ের নারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এ প্রতিপাদ্য নিয়ে অনগ্রসর দলিত নারীদের মহান সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব চাই— বাস্তবায়নের দাবিতে সদর থানার মোড়ে ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাইটস অব দলিতের প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদার, এডমিন অফিসার প্রতাপ কুমার দাশ, মোবিলাইজার বাসুদেব দাশ, বিলাশী বৈরাগী প্রমুখ। পরে এস.এম. সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতাসহ পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অবদান বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম.সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবর্ণা বালা রায়। এস.এম. সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, প্রভাষক রিপন সিকদারসহ মহবিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।